ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্রীড়া সংগঠক পদ পাওয়ার পর প্রথমবার বৈঠকে মাশরাফী

২০২৩ জুলাই ২৯ ১২:২৪:৫৪
ক্রীড়া সংগঠক পদ পাওয়ার পর প্রথমবার বৈঠকে মাশরাফী

বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গও। তবে দলীয় ফোরাম থেকে কোনো ফেডারেশনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার পরিকল্পনার কথা জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

গত বছরের ডিসেম্বর মাসে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সারা দেশের সংগঠকদের পরামর্শ কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে বসেন মতবিনিময় সভায়। বৈঠকে ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও।

খেলাধুলার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ থেকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পরিকল্পনা গ্রহণের কথা জানান সাবেক অধিনায়ক মাশরাফী। ক্রীড়া সংগঠকদের এই মতবিনিময় সভায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তবে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে দলীয় ফোরামের গোপনীয়তা রক্ষা করতে চান মাশরাফী।

দলীয় ফোরাম থেকে কোনো ফেডারেশনে হস্তক্ষেপ না করে খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বৈঠক শেষে দলের যুব ও ক্রীড়া উপকমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানানো হয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর