ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রূপালী লাইফ ইন্সুরেন্সের দাম কমেছে ৯৬ শতাংশ

২০২৩ জুলাই ২৯ ০৯:৩৯:১৫
রূপালী লাইফ ইন্সুরেন্সের দাম কমেছে ৯৬ শতাংশ

সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য রূপালী লাইফ ইন্সুরেন্স ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৮ শতাংশ ক্যাশ।

বিনিয়োগকারীরা বলছেন, ডিভিডেন্ড কম দেওয়ার কারণে কোম্পানিটির শেয়ার দাম কমেনি। যারা শেয়ারটির দাম তুলেছিলেন, তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে পড়ে গেছে। শেয়ারটিতে বিনিয়োগ করে তারা এখন প্রায় অর্ধেক পুঁজি হারিয়ে ফেলেছেন বলে তারা এখন প্রায় দিশেহারা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার। এটি বিমা কোম্পানির মধ্যে অন্যতম স্বল্প মূলধনী কোম্পানি। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.০৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৪৩.৩৫ শতাংশ শেয়ার।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর