ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিএমডি হলেন চার জিএম

২০২২ নভেম্বর ২২ ০৭:০৩:৩৬
ডিএমডি হলেন চার জিএম

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বর তার নিয়োগ কার্যকর হবে।

একইভাবে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রেজিনা পারভীনকে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

অন্যদিকে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকারকে একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক পারভীন আকতারকে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদন্নোতি দেওয়া হয়েছে। এই দুজনের পদোন্নতি কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর