ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির শঙ্কায় দেশের বিমা খাত

২০২৩ জুলাই ২৬ ১৯:৩২:৩৮
ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির শঙ্কায় দেশের বিমা খাত

খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রিমিয়াম আয় কমে গেলে ব্যয় বেড়ে যায়। এর কারণ কোম্পানির নির্ধারিত কিছু খরচ আছে যা ইচ্ছা করলেই কমানো যায় না। এই স্থায়ী খরচের প্রভাব পড়ে কোম্পানির ব্যয় হারের ওপর।

অপরদিকে অতিরিক্ত ব্যয় কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটি ত্রৈমাসিক ভিত্তিতে ব্যয় হার পর্যালোচনা করে আইন লঙ্ঘন করে অতিরিক্ত ব্যয় করা কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ত্রৈমাসিক ভিত্তিতে ব্যয়ের তথ্য পাঠাতে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে আইডিআরএ।

অতিরিক্ত ব্যয়ের আড়ালে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনা থাকতে পারে বলে মনে করছে আইডিআরএ। লাইফ বিমা খাতে বেশ কিছু কোম্পানি ব্যয় বেশি করার কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না। তাই গ্রাহক স্বার্থে ব্যয় কমাতে যেকোন ধরণের ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা।

প্রয়োজনে অতিরিক্ত ব্যয়ের নামে টাকা আত্মসাৎ বা মানিলন্ডারিং হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেবে বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

চলতি বছরে ডলার সংকট, আমদানী নিয়ন্ত্রণের কারণে এলসি কমে যাওয়ায় প্রিমিয়াম আয় কমে গেছে। কিন্তু বাড়ি, ভাড়া, বেতন-ভাতা জাতীয় এমন কিছু খরচ রয়েছে যা কমবে না। ফলে তাদের ব্যয় হার বাড়বে বলে মনে করছে নন-লাইফ বিমা কোম্পানিগুলো।

দুর্ভিক্ষের আশঙ্কা, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ হাতে টাকা গচ্ছিত রাখছে। তারা বিমা পলিসির কিস্তি দিতে আগ্রহী হচ্ছে না। ফলে প্রিমিয়াম আয় কমে যাবে। কিন্তু নির্ধারিত খরচ থাকবে আগের মতোই। যার প্রভাব ব্যয় হারে পড়বে বলে মনে করছে লাইফ বিমা কোম্পানিগুলো।

ব্যবস্থাপনা ব্যয়ের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার উচিত বাস্তবতার আলোকে সিদ্ধান্তে আসা বলে মনে করছে বিমা কোম্পানিগুলো।

লাইফ ও নন-লাইফ বিমা খাতের কয়েকটি কোম্পানির ২০২২ ও ২০২৩ সালের প্রথম প্রান্তিকের প্রিমিয়াম সংগ্রহ পর্যালোচনা করে ইতিবাচক ও নেতিবাচক প্রবৃদ্ধির মিশ্র অবস্থা দেখা গেছে। নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা কোম্পানিগুলোর ত্রৈমাসিক তথ্য দ্বৈবচয়নের ভিত্তিতে এই পর্যালোচনা করা হয়।

৫টি লাইফ বিমা কোম্পানির মধ্যে ২টি কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ প্রায় ৩২ থেকে ৪০ শতাংশ কমেছে। আর ৩টি কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ ৩ থেকে ৩৬ শতাংশ বেড়েছে। অপরদিকে ৫টি নন-লাইফ বিমা কোম্পানির মধ্যেই ২টি কোম্পানির গ্রস প্রিমিয়াম সংগ্রহ এক থেকে ৯ শতাংশ কমেছে। তবে মেরিন প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে ১টি কোম্পানির আয় কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বেড়েছে ৪টি কোম্পানির, ৩ থেকে ৩৫ শতাংশ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর