ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ম্যানহোলে পড়ে রাজধানীতে জার্মান উপরাষ্ট্রদূত আহত

২০২২ নভেম্বর ২১ ২২:৫৩:০৯
ম্যানহোলে পড়ে রাজধানীতে জার্মান উপরাষ্ট্রদূত আহত

উপরাষ্ট্রদূত হুইলচেয়ারে বসা অবস্থায় জখম পায়ের ছবি দিয়ে আজ সোমবার টুইটটি করেন।

টুইটে উপরাষ্ট্রদূত লিখেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুন, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই!

তিনি দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন। যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য তিনি সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।

তিন ঘন্টার মধ্যে জার্মান উপরাষ্ট্রদূতের টুইটটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে আসে। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানতে চেয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।

মেয়র আতিকের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

উপরাষ্ট্রদূতের টুইটের জবাবে ব্রাসেলস থেকে বার্নড স্পেইনার নামে জার্মান বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক জানান, তিনিও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন।

উপরাষ্ট্রদূত টুইটে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তিনি জানতে চান, বার্নড স্পেইনারের পা ভেঙেছিল কি না। বার্নড স্পেইনার জবাবে বলেন, ভাগ্যিস পা ভাঙেনি! তবে পুরোনো একটি স্যুটের ট্রাউজার নষ্ট হয়ে গিয়েছিল।

উপরাষ্ট্রদূত পাল্টা জবাবে বলেন, এ নিয়ে এক বছরে তিন জার্মান গুলশানের রাস্তার শিকারে পরিণত হলেন!

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর