ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লিগ্যাসি ফুটওয়ারের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ

২০২৩ জুলাই ২৫ ২০:০৬:৩৯
লিগ্যাসি ফুটওয়ারের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ

ডিএসইর তথ্যমতে, ৩১ মে ২০২৩ তারিখে লিগ্যাছি ফুটওয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২২.৭৮ শতাংশ। যা ৩০ জুন ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ৯.৭৫ শতাংশে। এতে দেখা যায়, জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটি থেকে ১৩.০৩ শতাংশ শেয়ার বিক্রি করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ি, কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার৯৮০টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.২৫ শতাংশ। মে মাসে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৭.২২ শতাংশ।

সর্বশেষ ৩০ জুন ২০২২ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আগের অর্থবছরে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের বছরও কোনো ডিভিডেন্ড দেয়নি।

সদ্য সমাপ্ত ৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০৬ পয়সা।

৩০ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ০৮ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে নেগেটিভ ২২ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল নেগেটিভ ১৯ পয়সা।

এদিকে, দুর্বল প্রকৃতির শেয়ারটি নিয়ে একটি চক্র কারসাজি করছে বলে অভিযোগ রয়েছে। মাত্র চার মাসের মাথায় ৩৯ টাকার ঘরে থাকা শেয়ারটি ১৩৩ টাকার ওপরে তোলা হয়েছে। কারসাজিকারিদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের পদস্থ কর্তাদের সঙ্গে গভীর আঁতাত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। যে কারণে শেয়ারটির লেনদেন ও দাম বৃদ্ধির বিষয়ে কেউ উচ্চবাচ্য করছে না।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর