ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হাইকোর্ট বেঞ্চ ‘মাই লর্ড’ ও ‘ইওর লর্ডশিপ’ বাতিল করলেন

২০২৩ জুলাই ২৫ ১৯:৪৯:৩৬
হাইকোর্ট বেঞ্চ ‘মাই লর্ড’ ও ‘ইওর লর্ডশিপ’ বাতিল করলেন

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ‘মাই লর্ড’ ও ‘ইওর লর্ডশিপ' ব্যবহার বাতিল করে নির্দশনা জারি করেছেন। ওই বেঞ্চের দরজায় বিশেষ বিজ্ঞপ্তির নোটিশ টানিয়ে দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্র বেঞ্চে বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’ ও 'ইওর লর্ডশিপ' এর স্থলে ‘ইওর অনার’ সম্বোধন করার নির্দশ প্রদান করা হইল।’ ওই বেঞ্চের বেঞ্চ অফিসার মনির হোসেন এ আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ নির্দেশ শুধুমাত্র আমাদের এই বেঞ্চের জন্য প্রযোজ্য, অন্য বেঞ্চের জন্য না।’

আইনজীবীরা জানিয়েছেন, বাংলায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের সাথে সাথে অন্যান্য অনেক বিষয়ের সাথে এই ‘লর্ড’ শব্দও এখানে আমদানি হয়। যেটা দিয়ে ঊর্ধ্বতন ব্রিটিশ প্রশাসককে সম্বোধন করা হতো। পরবর্তীতে আদালতের শ্বেতাঙ্গ ইংরেজ বিচারকেরাও সম্বোধনের ক্ষেত্রে ‘মাই লর্ড’, ‘মি লর্ড’ বা ‘ইয়ুর লর্ডশিপ’ সম্বোধনের আওতায় আসেন। আদালতের আচার ও আনুষ্ঠানিকতায় এই ‘লর্ড’ যুক্ত হওয়ার পেছনে বাংলার প্রজাদের ওপর ব্রিটিশ শাসক ও ম্যাজিস্ট্রেটদের প্রভুত্ব প্রতিষ্ঠাই যে মূল উদ্দেশ্য ছিল- তা বলা বাহুল্য। বাংলাদেশের নিম্ন আদালতের বিচারকবৃন্দকে আইনজীবী বা বিচারপ্রার্থীরা এখন আর ‘মাই লর্ড’ ডাকেন না, সম্মানার্থে বিজ্ঞ আদালত, ইওর অনার, বা স্যার নামে সম্বোধন করেন। কিন্তু উচ্চ আদালতের বিচারকবৃন্দকে বাংলাদেশে এখনো মাই লর্ড, মি লর্ড বা ইয়ুর লর্ডশিপ সম্বোধনে ডাকা হয়।

এই প্রথা ভেঙ্গে গতকাল বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ ‘ইওর অনার’ সম্বোধনের নির্দেশনা জারি করলেন। ওই বেঞ্চে উপস্থিত আইনজীবী মো. রুহুল আমিন কালবেলাকে বলেন, ‘সকালে আমার একটি মামলা মেনশন করার সময় আদালত বললেন, এখন থেকে 'মাই লর্ড' বা 'ইওর লর্ডশিপ'-এগুলো আর বলবেন না। বিট্রিশরা ছিল, তারা এগুলো ব্যবহারের প্রচলন করেছেন। এখনে এদেশে সবাই প্রজা। এখন আর কোন মাই লর্ড নেই। আপনারা ‘স্যার অথবা ‘ইওর অনার’ বলবেন। এরপর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ওপেন আদালতে কনিষ্ঠ বিচারপতির কাছে জিজ্ঞাসা করেন- এ ব্যাপারে কোন আপত্তি আছে কিনা? তখন কনিষ্ঠ বিচারপতিও জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে একমত পোষণ করেন। তখন বিচারপতি শেখ মো. জাকির হোসেন বেঞ্চের কর্মকর্তাকে তাৎক্ষণিক আদেশ দেন, এটা নির্দশনা আকারে দরজায় টাঙিয়ে দিতে।’

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর