ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তিন দেশের নেতা-আমলাদের ওপর নিষেধাজ্ঞা করল যুক্তরাষ্ট্র

২০২৩ জুলাই ২০ ১৪:৫০:০২
তিন দেশের নেতা-আমলাদের ওপর নিষেধাজ্ঞা করল যুক্তরাষ্ট্র

এছাড়া মধ্য আমেরিকার আরেক দেশ এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের ওপরও দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুয়াতেমালার ১০ জন, নিকারাগুয়ার ১৩ জন এবং হন্ডুরাসের ১০ জনের ওপর গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এল সালভাদরের ১০ ব্যক্তির ওপর।

বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্তদের তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন, যারা ব্যাপক দুর্নীতিতে জড়িত অথবা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টি করেছেন এবং জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন।

গুয়াতেমালায় ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও।

হন্ডুরাসে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন সংসদ সদস্য এবং প্রধান রাজনৈতিক দলের সভাপতি।

নিকারাগুয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমান অ্যাটর্নি জেনারেল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, আপিল কোর্টের বিচারক, থার্ড সেক্রেটারিসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাদের ওপর।

এল সালভাদরে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারে জড়িত অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেস এবং সালভাদর সানচেজের ওপর। নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব ব্যক্তি আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং তারা যদি নিষেধাজ্ঞার আগেই মার্কিন ভিসা পেয়ে থাকেন, তবে তা প্রত্যাহার করা হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর