ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কর্মস্থলে যোগ দিয়েই ঘুষ গ্রহণ, হাতেনাতে গ্রেফতার সরকারি কর্মকর্তা

২০২৩ জুলাই ২০ ১০:০৬:১১
কর্মস্থলে যোগ দিয়েই ঘুষ গ্রহণ, হাতেনাতে গ্রেফতার সরকারি কর্মকর্তা

ইকনোমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ঝাড়খণ্ডের সমবায় বিভাগের ওই কর্মকর্তার নাম মিতালি শর্মা। চাকরি পাওয়ার পর সম্প্রতি রাজ্যের কোদেরমা প্রশাসনিক এলাকায় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে যোগ দেন তিনি।

সম্প্রতি স্থানীয় একটি সংগঠনের কাছ থেকে ঘুষ নেয়ার সময় তাকে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কর্মকর্তারা। প্রতিবেদন মতে, গত সপ্তাহে (৭ জুলাই) তার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত মাত্র ৮ মাস চাকরি করেছেন তিনি। এই নারী কর্মকর্তার ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রেফতারের বিষয়ে এসিবির এক কর্মকর্তা বলেন, সম্প্রতি তিনি কোদেরমায় সমবায় অফিসে এক আকস্মিক পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম দেখতে পান। ওই কর্মকর্তা আরও জানান, এরপর এসিবির একটি দল মিতালিকে ১০ হাজার রুপি ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করেন। তিনি জানান, ‘কোদেরমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে স্থানীয় একটি সংগঠনের কাছে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন মিতালি। এর মধ্যে প্রথম কিস্তিতে ১০ হাজার রুপি গ্রহণ করেন তিনি। তথ্য পেয়ে অভিযান চালিয়ে ঘুষের অর্থসহ তাকে গ্রেফতার করেন এসিবি কর্মকর্তারা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর