ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাকায় বিএনপির পদযাত্রায় ‘ছাত্রলীগের’ হামলার অভিযোগ

২০২৩ জুলাই ১৮ ১৭:৪৮:১১
ঢাকায় বিএনপির পদযাত্রায় ‘ছাত্রলীগের’ হামলার অভিযোগ

এদিন বেলা ১১টার দিকে গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রাটি এক পর্যায়ে মিরপুর বাংলা কলেজের সামনে আসলে কলেজের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়াছুড়ি করে। এসময় বিএনপির নেতাকর্মীরা পাল্টা ধাওয়া করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রার একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতা–কর্মীরা কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়।

পরে পদযাত্রার শেষ অংশ বাঙলা কলেজের সামনে আসলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাংলা কলেজের ভেতর থেকে ইট পাটকেল ছুড়ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।বাংলা কলেজের ভেতর থেকে ইট পাটকেল ছুড়ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল বাশার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পদযাত্রার উদ্বোধন করে ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, মাঠের অধিকার ও বেঁচে থাকার অধিকার হরণকারী এই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজকে সারা দেশে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। এটা শুধু পদযাত্রা নয়, এটা জয়যাত্রা। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যের যাত্রা এটি।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বলছে ২০২৩ সালের শেষে অথবা ২৪ সালের প্রথমে নির্বাচন করবে, এ জন্য তারাও একটি দফাও ঘোষণা করেছে। আমরা ঘোষণা করেছি, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গতকাল সোমবার (১৭ জুলাই) ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের তামাশা খেলেছে। সেই উপনির্বাচনে ভোটারদের নিতে পারেনি। ইসির হিসাব মতে, মাত্র ১১ শতাংশ ভোট পড়েছে। এসব তামাশা করে আর কোনো লাভ হবে না।

বর্তমান সরকার অসৎ ব্যবসায়ীদের সরকার উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, যারা জনগণকে লুট করে নিচ্ছে, যারা এলএনজি ও বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার টাকা লুট করে নিয়ে দেশের বাইরে বাড়ি বানায় তাদের জন্য এই সরকার।

তিনি আরও বলেন, আমাদের একদফা এক দাবি, আগে পদত্যাগ করতে হবে; পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। এরপর নিরপেক্ষ-নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণ ক্ষমতায় আসতে চায়। তাই জনগণের দাবি আদায় করে নিতে হবে।

পদযাত্রার যাত্রাপথ হলো : গাবতলী - টেকনিক্যাল মোড় - মিরপুর-১ - মিরপুর-১০ নং গোলচত্বর-কাজীপাড়া-শেওড়াপাড়া - তালতলা (আগারগাঁও) -বিজয় সরণি - কাওরান বাজার - এফডিসি - মগবাজার - মালিবাগ - কাকরাইল - নয়াপল্টন (বিএনপি অফিস) - ফকিরাপুল - মতিঝিল (শাপলা চত্বর) -ইত্তেফাক মোড় - দয়াগঞ্জ - রায়সাহেব বাজার মোড়।

এ ছাড়া বুধবার (১৯ জুলাই) একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে পদযাত্রাটি বিভিন্ন রুট হয়ে যাত্রাবাড়ী পৌঁছাবে বিকেল ৪টায়।

বুধবারের পদযাত্রার পথ : আব্দুল্লাহপুর - বিমানবন্দর - কুড়িল বিশ্বরোড - নতুন বাজার - বাড্ডা - রামপুরা ব্রিজ - আবুল হোটেল -খিলগাঁও - বাসাবো - মুগদাপাড়া - সায়েদাবাদ - যাত্রাবাড়ী (চৌরাস্তা)।

এই কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনও রয়েছে- গণতন্ত্র মঞ্চ : মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-১২ নম্বর থেকে এবং বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

১২ দলীয় জোট : মঙ্গলবার দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এবং বুধবার বিকেল ৩টায় কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে।

জাতীয়তাবাদী সমমনা জোট : মঙ্গলবার দুপুর ১২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করবে।

গণঅধিকার পরিষদ (নুর): মঙ্গলবার বিকাল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

এলডিপি : বেলা ১১টায় রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে।

গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি : বিকেল তিনটায় মতিঝিলের আরামবাগে গণফোরাম কার্যালয় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে।

লেবার পার্টি : মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব হয়ে টিকাটুলি এবং বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন থেকে মানিকনগর পর্যন্ত পদযাত্রা করবে।

গণতান্ত্রিক বাম ঐক্য : মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রা করবে।

সাধারণ ছাত্র অধিকার পরিষদ : বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর