ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গুড়িয়ে দেওয়া হলো ৩০০ বছরের পুরোনো মসজিদ

২০২৩ জুলাই ১৭ ১৮:০৪:০০
গুড়িয়ে দেওয়া হলো ৩০০ বছরের পুরোনো মসজিদ

গত শুক্রবার (১৪ জুলাই) বুলডোজার দিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়। এভাবে প্রাচীন মসজিদ ভেঙে ফেলায় দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্তৃপক্ষ নিন্দায় সরব হয়েছে।

দেশটির প্রশাসন বলছে, মসজিদসংলগ্ন সড়কটি বেশ সংকীর্ণ। ওই এলাকায় ব্যাপক যানজটের কারণ হতো মসজিদটি। আর তাই সড়কটির সম্প্রসারণের জন্য প্রাচীন মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গভর্নর।

ইরাকের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আহমেদ আর-বাদরানি বলেছেন, মসজিদটি ভেঙে ফেলার বিষয়ে তাদের আপত্তি ছিল। কিন্তু বসরার গভর্নর ও স্থানীয় কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের জন্য মসজিদটি অন্য কোথাও সরিয়ে নিতে চেয়েছিলেন। এখন ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয় বসরার প্রাচীন এই মসজিদের আদলে আরেকটি মসজিদ বানাতে চায়।

১৭২৭ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এতে ১১ মিটার বা ৩৬ ফুট উঁচু একটি মিনার ছিল। মসজিদটির দেয়াল ছিল লাল মাটির তৈরি ইটের।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর