ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওয়ানডেতে ভারতকে হারিয়ে মেয়েদের ইতিহাস

২০২৩ জুলাই ১৭ ১০:৩৬:০৭
ওয়ানডেতে ভারতকে হারিয়ে মেয়েদের ইতিহাস

মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে বড় ভূমিকা ছিল পেসার মারুফা আক্তার ও স্পিনার রাবেয়া খানের। এর মধ্যে মারুফা নতুন বলে জোড়া আঘাত হেনে দুই ওপেনারকে বিদায় করে দারুণ শুরু করেন। এরপর যখন ভারতের একটি জুটি দাঁড়িয়ে গিয়েছিল, ৫ উইকেটে ৯১ রানে পৌঁছে তারা স্বাগতিক শিবিরে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল; তখন আবার ফিরে আসেন মারুফা। পুরোনো বল হাতে নিয়ে পর পর দুই বলে ২ উইকেট নিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন ১৮ বছর বয়সী এ পেসার। মিরপুরের মন্থর উইকেটে গতি ও সুইং দিয়ে ভারতীয়দের রীতিমতো চমকে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তাঁর সেরা বোলিং। কম যাননি রাবেয়া খানও। ১৮ বছর বয়সী এ লেগস্পিনার মিডল অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন। তাঁর টার্ন ও বাউন্সের জবাব ছিল না ভারতের তারকা ব্যাটারদের কাছে। তিনে ব্যাট করতে আসা ইয়াস্তিকা ভাটিয়াকে দারুণ এক টার্নিং ডেলিভারিতে বোল্ড করেন। এরপর মিডল অর্ডারের দুই স্তম্ভ জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মাকে বোকা বানান টার্ন বাউন্সে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৫২ রান তুলেছিল বাংলাদেশ। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অভিষিক্ত স্বর্ণা আক্তার মাঠে নামতে পারেননি। তাই অভিষেকেই এক বিরল রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। আর একজন কম নিয়ে খেলতে হয় বাংলাদেশকে। মেঘলা কন্ডিশনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক দলের ১০০ পেরোতে সাহায্য করেন। এরপর সুলতানা-ফাহিমারা দেড়শ পার করেন। নিগার সর্বোচ্চ ৩৯ ও ফারজানা ২৭ রান করেন। অধিনায়ক নিগার এ জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন বোলারদের।

পুরস্কার বিতরণীতে তিনি বলেন, ‘ভেবেছিলাম আমরা ৩০ রান কম করেছি। তবে আমাদের বোলিং ছিল দুর্দান্ত। ফিল্ডিংও ভালো হয়েছে। আমি এই দলের জন্য গর্বিত।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর