ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মেট্রোরেল চলছে ২০ তলা বাড়ির ৪ তলা দিয়ে

২০২৩ জুলাই ১৭ ১০:০২:০৮
মেট্রোরেল চলছে ২০ তলা বাড়ির ৪ তলা দিয়ে

কিছু কিছু জায়গায় মাটির ওপর দিয়েও যাত্রী নিয়ে ছুটে চলেছে গন্তব্যে। এসব ক্ষেত্রে আশপাশে বাড়ি পড়ছে বটে। তবে সেসব বাড়ির সঙ্গে কিছুটা দূরত্ব রয়েছে।

এদিকে কলকাতার পাশাপাশি এখন ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তেমনই একটি শহর নাগপুর। যেখানে মেট্রো পরিষেবা শুধু চালুই হয়নি, এক আজব জায়গা দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো। এবার নাগপুরের সীতাবুলদি-জিরো মাইল-কস্তুরচন্দ পার্ক-এর মধ্যে মেট্রো পরিষেবা চালু হল। যা ১ দশমিক ৬ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এই রুটে মেট্রো লাইনকে এক অভিনব উপায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি ২০ তলা বাণিজ্যিক অট্টালিকার ৪ তলার পেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেট্রোর লাইন। বাড়িটির অন্য তলায় যেমন নানা অফিস রয়েছে তেমনই আছে। সেখানে মানুষ কাজও করছেন। যা দেখা যাচ্ছে যে ওই বাড়িটির কোনও অফিসে কর্মরত কাউকে মেট্রো ধরতে হলে বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই। কেবল ৪ তলায় চলে এলেই হবে। মেট্রো আপাতত চালু হলেও বাকি অংশে পরিষেবা চালুর জন্য কাজ চলছে জোরকদমে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর