ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকারের অপশাসনে খারাপ সময় যাচ্ছে ব্যবসায়ীদের: মির্জা ফখরুল

২০২২ নভেম্বর ২১ ১৭:০৩:২৫
সরকারের অপশাসনে খারাপ সময় যাচ্ছে ব্যবসায়ীদের: মির্জা ফখরুল

আজ সোমবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেক বড় বড় ব্যবসায়ী বলছেন, আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে, শ্রমিকদের মজুরির টাকা পর্যন্ত আমাদের কাছে থাকছে না। সরকার বলার চেষ্টা করছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নাকি এটা হচ্ছে। হয়তো কিছুটা আছে। কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সব সম্পদকে লুট করেছে, ১০ বছরে ৮৬ লাখ কোটি টাকা পাচার করেছে, শুধু গত এক বছরেই ৭৮ হাজার কোটি টাকা পাচার করেছে। যে দেশের অর্থনীতিতে সরকারদলীয় লোকরা পুরো সম্পদ লুট করে পাচার করে নিয়ে যায়, সে দেশের অর্থনীতির কী থাকতে পারে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘যখন সংকট আসে, তখন সে সংকটকে মোকাবিলা করার জন্য যে অর্থনীতি, যে রিজার্ভ থাকে, সেটা দিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়। ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে যদি তারা প্রণোদনা পেতেন, কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পেতেন, তাহলে হয়তো তারা দাঁড়িয়ে থাকতে পারতেন।’

তিনি অভিযোগ করেন, ‘আজ এলসি খোলা যায় না। কারণ ব্যাংকগুলোর কাছে ডলার নেই, ডলার দিতে পারছে না। রিজার্ভের টাকা তো আগেই লোপাট করে ফেলেছেন এবং এত বেশি লোপাট করেছেন, নিজেই ডিফেন্সিভ হয়ে বলছেন—না, আমরা রিজার্ভ চিবিয়ে খাইনি। আপনারা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন এবং সেগুলো আবার পাচার করে দিয়েছেন। আজ সাধারণ মানুষ, রিকশাচালক, শ্রমিক, হকারের কাছে যান। তারা বলবেন, এ সরকার চোর।’

উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর