ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হোয়াটসঅ্যাপে কলেও গুনতে হবে টাকা!

২০২৩ জুলাই ১৬ ১৪:৪৩:১১
হোয়াটসঅ্যাপে কলেও গুনতে হবে টাকা!

বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে।

বহুদনি ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের বিরুদ্ধে কল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা সরবরাহ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এই কোম্পানিগুলি।

এদের অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলটি প্রকাশ্যে আনা হয়েছে। ২০ অক্টোবরের মধ্যে এই বিলের বিধান সম্পর্কে জনগণ তাদের মতামত জানাতে পারবে। জনগণের মতামত পাওয়ার পর বিলটি সংসদে তোলা হবে। সাইবার জালিয়াতি রোধের বিলেও এই নিয়ে বিধান রাখা হয়েছে।

নতুন টেলিকম বিল নিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাইবার জালিয়াতি রোধে প্রস্তাবিত বিলে এই ধরনের অপরাধের শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা যেমন জামতারা, আলওয়ার, নুহ এই ধরনের প্রতারণার জন্য কুখ্যাত হয়ে উঠেছে।

প্রস্তাবিত বিলে আরেকটি বিধান রাখা হয়েছে, যার জেরে আগামী দিনে কোনও ব্যক্তি কল করলেই কল রিসিভ করা ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন। এর জন্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। টেলিকম বিল ছাড়াও, সরকার দেশে ডিজিটাল সিস্টেম ও গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া নিয়েও কাজ করছে।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষাকবচ কেবল মোবাইল কল বা ল্যান্ডলাইন কলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এর মধ্যে রয়েছে ফেস রিডিং, জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইমও।

তিনি বলেন, ”আমরা কার সঙ্গে কথা বলছি, এটা জানা আমাদের অধিকার। আমরা খসড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছি।” নতুন খসড়ায়, টেলিকম পরিষেবা প্রদানকারীর কেওয়াইসি বাধ্যতামূলক হবে, যাতে ব্যবহারকারী সম্পূর্ণ তথ্য পেতে পারবেন। এইভাবে সব কলিং প্ল্যাটফর্ম এই পরিধির আওতায় আনা হবে। সেটা ডাটা কলিং হোক বা মোবাইল কলিং। এই চিন্তা মাথায় রেখেই পুরো খসড়া তৈরি করা হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর