ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে আতঙ্ক: সূচক কমে তিন মাস আগের অবস্থানে

২০২২ নভেম্বর ২১ ১৫:৪৬:৪৮
শেয়ারবাজারে আতঙ্ক: সূচক কমে তিন মাস আগের অবস্থানে

তবে ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে বিনিয়োগকারীদের মাঝে যে আতঙ্ক কাজ করছে, তা গুজব বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। শুধু তাই নয়, ফ্লোর প্রাইস বহাল রাখার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে বলেও সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে৬ হাজার ১৯০.৯৮ পয়েন্টে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিন্ম। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকার।ডিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির, শেয়ার দর কমেছে ৭২টির এবং ২১৯টির বা শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর