ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লুঙ্গি পরে নাচ, মুহূর্তেই ভাইরাল শামীম ওসমান

২০২৩ জুলাই ১২ ১৩:১২:৫৬
লুঙ্গি পরে নাচ, মুহূর্তেই ভাইরাল শামীম ওসমান

৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য শামীম ওসমান তার সহধর্মিণীর দুই কাঁধে হাত রেখে উচ্চ স্বরে বলছেন ‘আহা কি মজা, আজকে আমাদের বিয়ে, আজকে আমাদের বিয়ে। ৩৬ বছর হয়ে গেছে আমাদের বিয়ের।’ এসময় সংসদ সদস্য শামীম ওসমান বেশ উৎফুল্ল হয়ে শিশুদের মতো নাচতে শুরু করেন।

বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘৩৬ বছর একজনকে নিয়ে কাটালাম আল্লাহ আল্লাহ’। এ সময় শামীম ওসমানের পরনে টি শার্ট ও লুঙ্গি ছিল। এরপর বাবা-মায়ের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান ছেলে অয়ন ওসমান।

শামীম ওসমান দম্পতির বিবাহ বার্ষিকীর তিন যুগ পূর্তি উপলক্ষে মধ্য রাতে পারিবারিক কেক কাটার এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম ওসমানের পুত্রবধূ ইরফানা আহমদ রাম্মী ও একমাত্র দৌহিত্র যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান রাত সোয়া বারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে ভিডিওটি আপলোড দিলে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর