ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাফুফের দুর্নীতি অনুসন্ধান করবে মন্ত্রণালয়

২০২৩ জুলাই ১০ ১২:৪০:৪৪
বাফুফের দুর্নীতি অনুসন্ধান করবে মন্ত্রণালয়

আজ সোমবার দুপুরে বাফুফে ভবনে একটি সভা করবে তদন্ত কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব (ক্রীড়া -১) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া -২), জাতীয় ক্রীড়া পরিষদের উপ সচিব (বাজেট) ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ)।

আজ তদন্ত কমিটির সভার বিষয়ে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, ‘আমরা তাদেরকে (ক্রীড়া মন্ত্রণালয়) সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। সকল ধরনের তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে আমরা প্রস্তুত রয়েছি।’

উল্লেখ্য, গত ১৪ মে বাফুফের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে দুদকের চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, বাফুফেসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিবাদী করা হয়।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর