ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাকার সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে: মির্জা ফখরুল

২০২৩ জুলাই ০৯ ২১:২৩:১৩
ঢাকার সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে: মির্জা ফখরুল

তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। এই ঘোষণার পর সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

রোববার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে বিএনপি ও এই তিন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ সফল করতে সিলেট বিভাগের চার জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৪ বছরে কোনো নির্বাচন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু হয়নি। তাই আওয়ামী লীগকে আর বিশ্বাস করা যাবে না। গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলন চলছে আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে জানেনা, তাদের চরিত্রের মধ্যেই সুষ্ঠু নির্বাচন নেই, তারা মনে করে দেশটি তাদের বাপের তালুকদারি। তারা রাজা আর দেশের মানুষ প্রজা। সে কারণেই তারা বেআইনিভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। ক্ষমতা ধরে রাখতে গিয়ে মানুষকে গুম করে, হত্যা করে নির্যাতন করছে।

এসময় মির্জা ফখরুল সরকারের দুর্নীতি নিয়ে কথা বলেন, বিদ্যুত খাতে দুর্নীতির চিত্র তুলে ধরেন।

স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, ডেঙ্গু ভয়াবহ আকার ধারন করছে, একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে কিন্তু কোন ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি সোনা দিয়ে মুড়িয়ে উন্নয়ন করছে।

শিক্ষাখাতের কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক নিয়োগ দিয়ে রেখেছে সেখানে আর পড়াশুনা হচ্ছে না, এভাবেই সকাল খাতে লুটেরার রাজত্ব চলছে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর