ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে ফু-ওয়াং ফুড

২০২৩ জুলাই ০৭ ১১:১৫:৫২
সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে ফু-ওয়াং ফুড

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৮ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৫ কোটি ৫৩ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সে ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকার, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর