ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৬০ হাজার নেতাকর্মী নিয়ে যুবলীগের সমাবেশে সম্রাট!

২০২২ নভেম্বর ১১ ১৮:৩০:৩৬
৬০ হাজার নেতাকর্মী নিয়ে যুবলীগের সমাবেশে সম্রাট!

শুক্রবার সকালে সম্রাট সমাবেশস্থলে আসেন। পরে জুমার নামাজের পর সমাবেশে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রী সমাবেশে আসার আগেই সম্রাট মন্দির গেট দিয়ে প্রবেশ করেন। তিনি যুবলীগ দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন।

এছাড়াও সভাতে প্রবেশের জন্য যে কয়টি গেট রয়েছে তার মধ্যে শুধুমাত্র মন্দিরের গেটেই সম্রাটের ছবি সম্বলিত ব্যানার উৎসব রয়েছে।'

সমাবেশে প্রবেশের জন্য মন্দিরের প্রবেশপথে সম্রাটের প্রতিকৃতি সম্বলিত ব্যানার, উৎসব লাগানো হয়।

মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বলেন, ‘সম্রাট ভাইয়ের নেতৃত্বে ৬০ হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে এসেছি। আমরা দলের পতাকা হাতে লাল শার্ট পরে এসেছি। আমরা সকাল থেকে সমাবেশে ছিলাম।’

হাবর/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর