ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতে যে সমীকরণে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

২০২৩ জুলাই ০৬ ১১:৫৮:২৯
ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতে যে সমীকরণে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে যাওয়ার লড়াইয়ের এই দুই দলকে নিজেদের মুখোমুখি ম্যাচে মেলাতে হবে সমীকরণ। তা পক্ষে এলেই মিলবে ফাইনাল ও বিশ্ব সেরার মঞ্চের টিকেট।

জিতলেই নিশ্চিত বিশ্বকাপে খেলা, স্কটল্যান্ড ম্যাচের আগে বাছাইয়ের স্বাগতিক জিম্বাবুয়ের সমীকরণটা ছিল এমনই। তবে কম রানের ম্যাচে ৩১ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

এই হারের পর ৬ পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে আছে জিম্বাবুয়ে। দলটির নেট রানরেট -০ দশমিক ০৯৯, যা শেষ করে দিয়েছে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা।

৬ পয়েন্ট স্কটল্যান্ডেরও, তারা পয়েন্প টেবিলে আছে দুইয়ে। নেট রানরেট অনেক ভালো +০ দশমিক ২৯৬। পয়েন্ট টেবিলে চারে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, নেট রানরেটে অবশ্য দলটি বেশ পিছিয়ে -০ দশমিক ০৪২। সুপার সিক্সের নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (০৬ জুলাই) মুখোমুখি হবে দল দুটি।

ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫০ রান করলে নেদারল‍্যান্ডসের জিততে হবে অন্তত ৩২ রানের ব‍্যবধানে। একমাত্র তখনই কেবল স্কটল‍্যান্ডের রান রেট নেমে যাবে তাদের নিচে। ৩১ রানে হারলেও বিশ্বকাপে যাবে স্কটিশরা।

স্কটল্যান্ডের দেওয়া ২৫১ রানের লক্ষ্য নেদারল্যান্ডস যদি ৪৪ দশমিক ১ ওভারে (জয়সূচক রান কীভাবে নেওয়া হবে তার ওপর নির্ভর করে) সেটা তাড়া করে ফেলে, তবুও নেট রানরেটে এগিয়ে থাকবে স্কটল্যান্ডই। তাই ডাচদের ওই রান তাড়া করে জিততে হবে ৪৪ ওভারের মধ‍্যে। তাহলেই মিলবে বিশ্বকাপের টিকেট।

এরই মধ্যে বাছাইয়ের ফাইনাল ও বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর