ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জেগে উঠেছে আর্থিক খাতের ছোট শেয়ারগুলো

২০২৩ জুলাই ০৪ ২১:২১:১০
জেগে উঠেছে আর্থিক খাতের ছোট শেয়ারগুলো

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৭৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের ৭টি। এই সাত কোম্পানির বেশিরভাগই ছোট শেয়ার। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ারদর ১০ টাকার বা তার আশপাশে। এরমধ্যে বেশিরভাগেরই শেয়ারদর ফেস ভ্যালুর নিচে। অর্থাৎ এই খাতের ছোট শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।।

আজ ডিএসইতে শেয়ারদর বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি আর্থিক খাতের। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইউনিয়ন ক্যপিটাল, ফাস ফাইন্যান্স এবং মাইডাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১৪ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের আড়াই শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬শ কোটি ২৮ লাখ টাকার।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর