ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আম্বানির কাছে রয়েছে কয়টি হেলিকপ্টার? জানলে চমকে উঠবেন!

২০২৩ জুলাই ০৪ ১২:২৭:৪৮
আম্বানির কাছে রয়েছে কয়টি হেলিকপ্টার? জানলে চমকে উঠবেন!

আম্বানি তাঁর একাধিক কাজকর্মের জন্য সবসময় থাকেন খবরের শিরোনামে। এছাড়াও, তাঁর পারিবারিক জীবন এবং বিলাসবহুল গাড়ি-বাড়ি নিয়েও সকলের মধ্যে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়।

এমনিতেই আমরা জানি যে, মুকেশ আম্বানির কাছে একের পর এক দুর্দান্ত এবং অত্যাধুনিক গাড়ি রয়েছে। যেগুলির দাম কয়েক কোটি টাকা।

তবে, অনেকেই জানেন না যে একাধিক গাড়ি থাকার পাশাপাশি আম্বানির কাছে রয়েছে দু’টি হেলিকপ্টারও। মূলত, মুকেশ আম্বানি তাঁর পরিবারের সাথে ব্যক্তিগত হেলিকপ্টারেই প্রায়শই যাতায়াত করেন। আম্বানি পরিবার গত বছরই হেলিকপ্টারে চেপে বদ্রীনাথ এবং কেদারনাথ ধাম দর্শনে গিয়েছিলেন।

ইতিমধ্যেই, আম্বানি পরিবারের হেলিকপ্টারে করে গুজরাট পৌঁছনোর ভিডিও সামনে এসেছিল। এদিকে হেলিপ্যাড থেকে তাঁরা গাড়ি মারফত দ্বারকা মন্দিরে পৌঁছেছিলেন। তবে, মুকেশ আম্বানির যে কেবলমাত্র গাড়ি এবং হেলিকপ্টার রয়েছে তা কিন্তু নয়। বরং সেই তালিকায় রয়েছে প্রাইভেট জেটও।

জানা গেছে, ভারতের এই ধনুকুবেরের কাছে রয়েছে ৩ টি প্রাইভেট জেট। যেগুলির দাম শুনলে রীতিমতো চমকে যাবেন সকলে। মূলত, ওই তিনটি প্রাইভেট জেটের দাম হল ৮৫০ কোটি টাকারও বেশি। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, ওই জেটগুলির মধ্যে বোয়িং বিজনেস, এয়ারবাস A319, এবং ফ্যালকন 900EX সামিল রয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর