ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারের নেতৃত্বে বস্ত্র, ছোট শেয়ারে নজর বিনিয়োগকারীদের

২০২৩ জুলাই ০৩ ১৮:১২:৩২
শেয়ারবাজারের নেতৃত্বে বস্ত্র, ছোট শেয়ারে নজর বিনিয়োগকারীদের

এছাড়াও, গত কিছুদিন ধরেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নজর বেড়েছে ছোট শেয়ারের দিকে। যে সকল কোম্পানির শেয়ারদর ২০ টাকার কম, এমন শেয়ারেই ক্রেতা মিলছে বেশি। এরমধ্যে বেশিরভাগই দেখা গেছে জেড গ্রপের শেয়ার। এ সকল কোম্পানির মধ্যে বেশ কিছু কোম্পানি রয়েছে বস্ত্র খাতের।

আজ শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে বস্ত্র খাতেরই ১০টি। যা ডিএসইর ২০টি খাতের মধ্যে সর্বোচ্চ।

এছাড়াও আজ বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোরে থাকলেও গত কিছুদিন ধরে ক্রেতা মিলছে বেশ কিছু কোম্পানির শেয়ারে। এতে করে গত কয়েক কর্মদিবস বস্ত্র খাত লেনদেনে থাকা সবগুলো খাতের উপরে নেতৃত্ব দিচ্ছে।

আজ বস্ত্র খাতের ৫৮টি কোম্পানিতে লেনদেন হয়েছে ১১২ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৩৩ লাখ টাকার।

আজ লেনদেনের মত দর বৃদ্ধির শীর্ষেও দেখা গেছে বস্ত্রের প্রাধান্য। সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০টি কোম্পানির প্রথম তিনটিই এ খাতের। এর মধ্যে এমন কোম্পানিও ছিল যেটি মাসের পর মাস ফ্লোর প্রাইসে ক্রেতা খুঁজে পায়নি, অথচ একদিনেই দর বেড়েছে প্রায় ১০ শতাংশ।

ঈদের ছুটিতে যাওয়ার আগের দিনও শেয়ারবাজারে বস্ত্র খাতের চমক দেখা গিয়েছিল। তবে লেনদেনের শীর্ষে ছিল বিমা খাতই। দুই খাত সম্মিলিতভাবে বাড়ার পর সূচকেও উত্থান দেখা গিয়েছিল।

তবে ছুটি শেষে বস্ত্র খাত উত্থান ধরে রাখলেও দর হারিয়েছে সাধারণ বিমা খাত। জীবন বিমায় ১৫টি কোম্পানির মধ্যে আজ বেড়েছে ২টির দর, কমেছে ১০টির। আর আগের দিনের দরে হাতবদল হয়েছে তিনটি কোম্পানি।

অন্যদিকে, সাধারণ বিমার ৪২টি কোম্পানির মধ্যে আজ ৫টির দর বেড়েছে, কমেছে ৩০টির। ৫টি কোম্পানির শেয়ার আগের দিনের দরে লেনদেন হয়েছে। এসব কোম্পানিতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৫০ লাখ টাকার।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর