ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রায় ১ লাখ ৬০ হাজার 'অবৈধ' হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি

২০২৩ জুলাই ০২ ১০:১০:১৬
প্রায় ১ লাখ ৬০ হাজার 'অবৈধ' হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সৌদি দৈনিক ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হজযাত্রীদের পরিবহনের জন্য বৈধ অনুমোদনপত্র নেই, কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের পরিবহন করেছেন- এমন ১ লাখ ৯ হাজার ১১৮টি যানবাহন জব্দ করেছে নিরাপত্তা কমিটি।

শিগগিরই এই পরিবহনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদির আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে প্রথমবারে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর