ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুইডেনে কোরআন পোড়ানোয় জরুরি বৈঠকের আহ্বান ওআইসির

২০২৩ জুলাই ০১ ২০:১০:০৩
সুইডেনে কোরআন পোড়ানোয় জরুরি বৈঠকের আহ্বান ওআইসির

ওআইসির মুখপাত্র জানিয়েছেন, সভায় কোরআন পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। খবর আরব নিউজের।

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বুধবার (২৮ জুন) স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকার নামে এক ইরাকি যুবক কোরআন পোড়ান। এর পরেই মুসলিম বিশ্বে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। এ ঘটনায় কিছু মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে।

এ ছাড়া সুইডেনের সঙ্গে ইরাকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন জনপ্রিয় শিয়া ধর্মগুরু মোকতাদা আল-সদরের হাজারো সমর্থক।

এদিকে ইরাকি ওই যুবক আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়ে বলেছেন, ‘১০ দিনের মধ্যে আমি স্টকহোমে ইরাক দূতাবাসের সামনে ইরাকি পতাকা ও কোরআন পুড়িয়ে দেব।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর