ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাতারকে হারিয়ে ‘কাতার বিশ্বকাপে’ ইকুয়েডরের দুর্দান্ত শুরু

২০২২ নভেম্বর ২১ ০৭:১১:০৯
কাতারকে হারিয়ে ‘কাতার বিশ্বকাপে’ ইকুয়েডরের দুর্দান্ত শুরু

খেলার ৫ মিনিটে দেওয়া প্রথম গোলটি অফসাইডে বাতিল হয়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে দেন প্রথম গোল, আর ৩১ মিনিটে হেড থেকে দেন দ্বিতীয় গোল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে ধার ছিল না ইকুয়েডরে পায়ে। কাতার আর গোল হজম না করলেও আর দিতে পারেনি। তবে পুরো ম্যাচজুড়ে কতৃত্ব ছিল ইকুয়েডরের ফুটবলারদের।

খেলার ৮৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল দিতে পারেননি মুনতারি। হাফ ভলিতে নেওয়া তার শট বারে লেগে ফিরে।

৫৫ মিনিটে তৃতীয় গোল খাওয়া থেকে বাঁচালেন কাতারের গোলরক্ষক সাদ। ইবারনার ডান পায়ের রুখে দেন তিনি।

এরপর বিরতি থেকে ফিরে ২ মিনিট না যেতেই আক্রমণ করেন ইনার ভ্যালেন্সিয়া। অল্পের জন্য গোলের দেখা পাননি তিনি।

কাতার প্রথমবার বিশ্বকাপ খেললেও ইকুয়েডরের এটা চতুর্থ বিশ্বকাপ (২০০২, ২০০৬ ও ২০১৪)। তাও আট বছরের বিরতির পর।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর