ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৩৭ বছর পর কুয়েতের মুখোমুখি বাংলাদেশ

২০২৩ জুলাই ০১ ১৫:৪৯:৪৫
৩৭ বছর পর কুয়েতের মুখোমুখি বাংলাদেশ

ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। বিশ্বকাপ খেলা দলটিকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের।

১৯৮২ সালের বিশ্বকাপ খেলেছিলো কুয়েত। যদিও তাদের আগের সেই তেজ এখন আর নেই। একসময় ফিফা র‍্যাংকিংয়ে ২৪ নম্বরে থাকা দলটির অবস্থান এখন ১৪১তম স্থানে। বিশ্বকাপ খেলা এই দলের সঙ্গে ১৯৮৬ এশিয়ান গেমসের ফুটবলে একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ০-৪ গোলে হেরেছিল বাংলাদেশ।

১৯৮৬ সালের পর আবার কুয়েতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারের মোকাবেলা অনেকটা কাকতালীয়। সাফ ফুটবলে আমন্ত্রিত দল হিসেবে কুয়েত অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করায় কুয়েতের মুখোমুখি হচ্ছে। সিনিয়র দল ৩৭ বছর পর মুখোমুখি হলেও সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক পর্যায়ে একাধিকবার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর