ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বড় মুনাফায়ও ফ্লোর প্রাইস ভাঙ্গতে পারেনি ফু-ওয়াং সিরামিক

২০২৩ জুন ৩০ ১৬:৫১:২৩
বড় মুনাফায়ও ফ্লোর প্রাইস ভাঙ্গতে পারেনি ফু-ওয়াং সিরামিক

গত সোমবার (২৬ জুন) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটির কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের মুনাফা বৃদ্ধির খবরটি জানায়। মুনাফা বৃদ্ধির বড় খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা যায়। এতে দেখা যায় চলতি বছরের সর্বোচ্চ লেনদেন ১০ লাখ প্রায় ৭৯ হাজার শেয়ার। আগে যেখানে শেয়ারটি ৫-১০ হাজারের বেশি লেনদেন হয়নি। কিন্তু এদিন বড় লেনদেনের পরও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ১৭ টাকা ৪০ পয়সা ভেদ করে ওপরে উঠতে পারেনি। সব শেয়ার ফ্লোর প্রাইসেই কেনাবেচা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীদের বিক্রির চাপে শেয়ারটি বড় লেনদেন করেও ফ্লোর প্রাইস ভাঙ্গতে সক্ষম হয়নি।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ০৬ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ৭৮ পয়সা।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর