ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত

২০২৩ জুন ২৮ ১২:২৮:৫৫
দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির বোর্ড সভা গত ২৪ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারনবশ বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বোর্ড সভার নতুন তারিখ পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

উল্লেখ্য, পরিচালনা বোর্ড সভায় কোম্পানিটির ২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সর্বশেষ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় লোকসা হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ৬ টাকা ৬৬ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছিল ৯৪ পয়সা (নেগেটিভ)।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির বোর্ড সভা গত ২৫ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বোর্ড সভার নতুন তারিখ পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

উল্লেখ্য, পরিচালনা বোর্ড সভায় কোম্পানিটির ২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির মোট তিন কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩১.৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৮১ শতাংশ ও বাকি ৪৭.৬৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর