ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জিপিএইচ ইস্পাতের সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ

২০২৩ জুন ২৮ ১১:২৭:৪৬
জিপিএইচ ইস্পাতের সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ

কোম্পানিটি মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, পুনর্মূল্যায়নের আগে জিপিএইচ ইস্পাতের স্থায়ী সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৭৩৬ কোটি ২৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে এটি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ কোটি ৪ লাখ টাকায়।

পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির কারখানা ও যন্ত্রপাতির মূল্য ছিল ১ হাজার ৪৩৮ কোটি ৩৪ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে এটি ১ হাজার ১৬৮ কোটি ৫২ লাখ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকায়। পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির জমি ও জমি উন্নয়ন বাবদ সম্পদের মূল্য ৬৩ কোটি ৭১ লাখ এবং বৈদ্যুতিক ও গ্যাসের লাইন স্থাপন বাবদ সম্পদের মূল্য ছিল ২৩৪ কোটি ২১ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পরে তা বেড়ে যথাক্রমে ২১৫ কোটি ২৯ লাখ ও ৩৯৭ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

পুনর্মূল্যায়নের পরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৫২ টাকা ৩৬ পয়সায় দাঁড়িয়েছে। বিলম্বিত কর বাবদ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৩৯ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে জিপিএইচ ইস্পাতের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ ক্যাশ ও সাড়ে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে। ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা।

২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬০ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৮১ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৩৮৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৯.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.৯৩ শতাংশ ও বাকি ৩২.৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর