ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান অনেক কম

২০২২ নভেম্বর ২১ ০৬:৫৪:৫০
শেয়ারবাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান অনেক কম

তিনি বলেন, এটি শেয়ারবাজারের জন্য বড় দুর্বলতা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো দরকার।

রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজারের মূলধন ও জিডিপির মধ্যে সামঞ্জস্যতা থাকা দরকার। বসুন্ধরা গ্রুপ যেমন ঝুঁকি নিয়ে শেয়ারবাজারে এসেছে, যারা এখনো আসেনি তারা যেনো আসে। বড় বড় শিল্প গ্রুপগুলো শেয়ারবাজারে আসলে বাজারের পরিধি ও সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় সাহসী উদ্যোগ গ্রহণ করে। তারা যে উদ্যোগ গ্রহণ করে পরে তা অন্যরা অনুসরণ করে। সিএসইর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিও তারা চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রেও বসুন্ধরা সফল হয়ে প্রমাণ করবে তাদের সিদ্ধান্ত সঠিক।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর