ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টমবয় লুকে তাসনিয়া ফারিণ

২০২৩ জুন ২৭ ১৪:০১:৪৫
টমবয় লুকে তাসনিয়া ফারিণ

দুজনকে নিয়ে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক রচনা ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। নাটকটির নাম ‘তোমার পিছু ছাড়বো না’।

নির্মাতা জানান, কথায় আছে ‘প্রেম অন্ধ’। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে।

‘তোমার পিছু ছাড়বো না’র গল্পের শুরুতে দেখা যাবে, রাস্তার পাশে একটা সহজ-সরল ছেলে বসে বসে কান্না করছে। ছেলেটার কান্না দেখে একটা টমবয় টাইপ মেয়ে এগিয়ে আসে। যার হাতে সিগারেট, বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। তো ছেলেটার কাছে এসে মেয়েটা জিজ্ঞেস করে, কী হয়েছে তার, কেন কাঁদছে? এরপর ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমার একটা ব্যাগ ছিনতাই হয়েছে পাশের গলি থেকে। এই কথা শুনে মেয়েটা ছুটে যায়, উদ্ধার করে ব্যাগ।

তবে সরল ছেলেটার ব্যাগটা ফেরত দেয় না টমবয় মেয়েটা। বরং এখান থেকে শুরু হয় নাটকটির মূল গল্প। ব্যাগের আশায় মেয়েটার পিছু ছাড়ে না ছেলেটা। এখানে ছেলেটা জোভান, মেয়েটা ফারিণ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘তোমার পিছু ছাড়বো না’।

মার্কটে আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর