ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন

২০২২ নভেম্বর ২০ ২২:১২:১৪
কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন

বিশ্বকাপ ফুটবলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গানেম আল মুফতাহ। এরপর ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক মার্শেল দেশাই বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী করেন স্টেডিয়ামে স্থাপিত মঞ্চে।

তুমুল করতালি এবং চিয়ার্স ধ্বনির মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফি বরণ করে নেন দর্শকরা। এরপর হলিউড স্টার মর্গান ফ্রিম্যানের সঞ্চালনায় শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

স্বাগত বক্তব্যে সংক্ষেপে মর্গান ফ্রিম্যান তুলে ধরেন বিশ্বের একতা, আশা ও সহনশীলতা নিয়ে। এরপর গোটা স্টেজে উঠে আসেন কয়েকশ নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানরা।

এরপর ড্রামসের বাদ্যের সঙ্গে পরিচিত হয় বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের জার্সি ও পতাকা। দেখানো হয় আরবের ঐতিহ্যবাহী তরবারি ড্যান্স।

আরবের গানের সাথে ভেসে আসে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ওয়াকা ওয়াকা ও কিনানের ওয়েভিং ফ্লাগ গানটি। এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের জাংকুক।

তিনি পরিবেশন করেন গান। তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করেন কাতারের গায়ক ফাহাদ আল কুবাসি। তার সুরেলা কণ্ঠে আরবি গান মন জয় করে সবার।

অনুষ্ঠানের মাঝে সবার নজর কেড়েছে কাতার বিশ্বকাপের মাসকট লা-ইব। চোখগুলো শিশুর সারল্যে ভরপুর। মাথায় হিজাব। উচ্ছ্বল ঢঙে তাকে ঘুরে বেড়াতে দেখা যায় স্টেডিয়ামে।

সবশেষে বর্ণিল আতশবাজি দিয়ে শেষ হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও দেখা মেলেনি অনেকের।

এর মধ্যে বলিউডের নোরা ফাতেহি। মানাল ও রেহমার সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল সংয়ের সাথে তার নাচার কথা ছিল।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর