ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে প্রবেশে ফি নিতে চায় সরকার

২০২২ নভেম্বর ২০ ২০:৩১:৪৪
সচিবালয়ে প্রবেশে ফি নিতে চায় সরকার

তবে প্রায় এক মাস আগে এমন প্রস্তাব পাঠানো হলেও এখনো কিছু জানায়নি অর্থ মন্ত্রণালয়।

সচিবালয়ে ফি নেওয়ার বিষয়টি জানাজানি হতে শুরু হলে অনেককে সমালোচনা করতে দেখা গেছে। ফি নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্টদের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলেই মনে করছেন কর্মকর্তারা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রাধিকারভুক্ত ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে প্রবেশ ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফির বিনিময়ে এক বছরের জন্য একটি প্রবেশ কার্ড দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রস্তাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ ফি বছরে পাঁচ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রাধিকারভুক্ত ব্যক্তি ছাড়া অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশে বছরে তিন হাজার টাকা এবং জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের প্রবেশ ফি বছরে দুই হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে, সরকারি কর্মকর্তাদের মধ্যে কারও কার্ড হারিয়ে গেলে, নষ্ট হলে বা অন্য কোনো কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে আবার তা নিতে দুই হাজার টাকা ফি দিতে হবে। বেসরকারি ব্যক্তিদের ক্ষেত্রে এ ফি পাঁচ হাজার টাকা।

প্রস্তাবে আরও বলা হয়েছে, সচিবালয়ে বেসরকারি গাড়ি প্রবেশের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ফি দিতে হবে ১০ হাজার টাকা। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনাগত বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের ব্যয় মেটাতেই ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর