ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৭৬ কোটি টাকার পাতানো ম্যাচে শুরু বিশ্বকাপ!

২০২২ নভেম্বর ২০ ২০:২৩:৪৭
৭৬ কোটি টাকার পাতানো ম্যাচে শুরু বিশ্বকাপ!

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পাতানো নিয়ে অভিযোগ তুলেছেন কৌশলী রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বাহা।

আমজাদ ত্বাহার ভাষ্যমতে, প্রথম ম্যাচ ইকুয়েডর ১-০ গোলে কাতারের কাছে হেরে যাবে। যেখানে প্রথমার্ধ হবে গোলশূন্য।

টুইটারে তাহা লিখেছেন, ‘ইকুয়েডরের আট ফুটবলারকে এরই মধ্যে ৭.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৬ কোটি ২০ লাখ টাকা) ঘুষ দিয়েছে কাতার। ম্যাচটিতে ইকুয়েডর ১-০ গোলে হারবে। আর একমাত্র গোলটি হবে দ্বিতীয়ার্ধে।’

তিনি দাবি করেন, ‘কাতারের পাঁচজন এবং ইকুয়েডরের বেশ কয়েকজন এ খবর নিশ্চিত করেছেন। আমরা চাই খবরটি যেন মিথ্যা হয়। ফিফার দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববাসীর প্রতিবাদ করা উচিত।’

কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিন ধরেই। যেদিন থেকে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই বিতর্ক ডালপালা মেলা শুরু করেছে। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ শুরু হলেও এবারের বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যে কারণে অনেকে কাতার বিশ্বকাপকে ‘শীতকালীন বিশ্বকাপ’ বলছেন।

এছাড়া বিশ্বকাপের আটটি স্টেডিয়াম তৈরি করতে গিয়ে প্রবাসী সাড়ে ৬ হাজার শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের মানবাধিকার ইস্যু, সমকামিতা, শেষ মুহূর্তে এসে বিয়ার নিষিদ্ধসহ আরও অনেক ঘটনায় এবারের টুর্নামেন্ট ঘিরে চলছে অনেক সমালোচনা।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর