ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে আরেক জাহাজ

২০২৩ জুন ২৩ ১৫:৩৮:০৩
কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে আরেক জাহাজ

শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টায় পানামা পতাকাবাহী 'নাবিওস অ্যাম্বার' জাহাজটি কয়লা বিদ্যুৎ সংলগ্ন মাতারবাড়ী গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ আহমেদ।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়া থেকে পানামা পতাকাবাহী ‘এমভি-শিপস অ্যাম্বার’ জাহাজে করে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছেছে। মাতারবাড়ীতে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি। এর আগে চারটি জাহাজ করে প্রায় আড়াই লাখ টন কয়লা এসেছে। কয়লা নিয়ে পরিক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে বলে জানান।

এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য হাজার হাজার টন কয়লা নিয়ে একের পর এক জাহাজ আসতেছে। এটি ভালো সংবাদ। শীঘ্রই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ যুক্ত হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর