ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিজের নামে গরুর নাম রাখায় যা বললেন হিরো আলম!

২০২৩ জুন ২৩ ১৪:৫৫:১১
নিজের নামে গরুর নাম রাখায় যা বললেন হিরো আলম!

এবার এ বিষয়ে মুখ খুলেছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। কারণ তার নামেও বেশ কয়েক বছর ধরে হাটে কুরবানির গরু আসছে।

তবে এ বিষয়ে কোনো আক্ষেপ নেই হিরো আলমের। যারা এই নামকরণ করেন, তারা তাকে ভালোবেসেই করেন বলে মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানেই এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

হাটে আপনার নামে গরু উঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন— এ প্রশ্নে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে; হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।

তিনি বলেন, কেউ হয়তো ভালোবেসে, শখ করেও এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবার ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। তাই আমি এটা নিয়ে মন খারাপ করি না। তারা আমাকে ভালোবাসে, এ জন্য আমার নামে তারা গরুর নাম রাখে।

হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সব মিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর