ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মক্কায় ডানা ঝাঁপটিয়ে হাজিদের স্বাগত জানায় একঝাঁক পায়রা

২০২৩ জুন ২২ ১৯:১৯:৪৯
মক্কায় ডানা ঝাঁপটিয়ে হাজিদের স্বাগত জানায় একঝাঁক পায়রা

মক্কার ইতিহাসবিষয়ক বিশেষজ্ঞ সমীর আহমেদ বারকাহ বলেন, ‘মসজিদুল হারামের পায়রাগুলো সৃষ্টিকর্তার নিরাপদ আশ্রয়স্থলের চারপাশে ঘোরাফেরা করে। এ পায়রাগুলো মক্কায় নিজেদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত। সেজন্য তাদের ‘নিরাপদ আশ্রয়ের পায়রা’ও বলা হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এসব পায়রার বৈশিষ্ট্য বিশ্বের অন্যান্য পায়রা ও পাখির থেকে ভিন্ন। এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তাদের সুন্দর আকৃতি, রং, চোখ এবং লম্বা ঘাড়। মসজিদে অনেক মানুষের সমাগম হলেও এই পায়রাগুলো ভয় পায় না। এরা কাবাঘর বা এর আশপাশে মলত্যাগ করে না। আর এ কারণে হজযাত্রীসহ তত্ত্বাবধায়কদের কাছে বেশ প্রিয় এসব পায়রা।

বিশেষজ্ঞ সমীর আহমেদ বারকাহ আরও বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন যেসব পায়রা সাওর পর্বতের গুহার মুখে বাসা বেঁধেছিল, কেউ কেউ সেসব পায়রার সঙ্গে মক্কার এ পায়রাগুলোর মিল খুঁজে পান।’

ঐতিহাসিক শেখ মোহাম্মদ তাহির আল-কুরদি বলেন, আবরাহা আল-আশরামের বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পাঠানো আবাবিল পাখির বংশধরও হতে পারে পায়রাগুলো।

‘অনেকে আবার মনে করেন, এই পায়রাগুলো নূহ (আ.)-এর জাহাজে থাকা দুটি কবুতরের বংশধর,’ যোগ করেন বারকাহ।

মক্কার সবচেয়ে জনপ্রিয় বিষয়ের একটি হয়ে উঠেছে এসব পায়রা। কিছু খাবারের আশায় সেখানে যাওয়া মানুষদের চারপাশে উড়তে দেখা যায় তাদের। আর এ সুন্দর সম্পর্ক চলে আসছে শত বছর ধরে।

শেয়ারনিউজ, ২২ জুন ২০২৩

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর