ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১

২০২৩ জুন ২২ ১০:৩৯:০৪
চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১

গতকাল বুধবার নিংশিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে রেস্তোরাঁর একটি এলপি গ্যাসের ট্যাঙ্ক লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ও ভাঙা কাচের আঘাতে আহত হয়ে সাতজন চিকিৎসাধীন বলে জানিয়েছে সিনহুয়া।

এদিকে, এ ঘটনার পর পর আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারের কথাও জানিয়েছেন তিনি।

চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যদিও চীনা কর্তৃপক্ষ বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা উন্নতির চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর