ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিএসইর ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

২০২৩ জুন ২১ ২০:২১:৩১
সিএসইর ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

সিএসইতে আজ লেনদেনের সেরা দশ প্রতিষ্ঠান ৫১২ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছে। এর আগে সিএসইতে সেরা লেনদেন ৪শ কোটি টাকার ঘরেই ছিল।

সিএসই সূত্র জানিয়েছে, সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৬৫ লাখ টাকা শেয়ার। এর মধ্যে লিন্ডে বিডি একাই লেনদেন করেছে ৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৮২ কোটি ৮ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৭৮ কোটি ৯৮ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৬৩ কোটি ২৬ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান ট্যোবাকোর ৪৬ কোটি ৪৮ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ৩৬ কোটি ৪৩ লাখ টাকা, সাইফ পাওয়াটেকের ৩৫ কোটি ৭০ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ৩০ কোটি ১৩ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ২২ কোটি টাকা এবং প্রিমিয়ার ব্যাংকের ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টি, কমেছে ৩৮টি এবং পরিবর্তন হয়নি ৮৬টির।

এদিন, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৮ দশমিক ২৮ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.৩২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮.৫২ পয়েন্ট, সিএসসিএক্স ৬.৬০ পয়েন্ট এবং সিএসআই সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১০.৯১ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৪.৩১ পয়েন্টে, ১১ হাজার ১৩৭.৫৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭০.৫২ পয়েন্টে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর