ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঘর ভাড়ার টাকা বাঁচাতে বিমানে যাতায়াত করেন এই নারী

২০২৩ জুন ২১ ১৯:৩০:০২
ঘর ভাড়ার টাকা বাঁচাতে বিমানে যাতায়াত করেন এই নারী

কিন্তু প্রশ্ন জাগে কেনো প্রতি সপ্তাহে আকাশপথে অফিস যান সোফিয়া? কেনো ভাড়া থাকেন না তিনি?

মার্কিন এই তরুণীর দাবি, বিমানে যাতায়াতে তার যা খরচ হয়, তার থেকে নিউ জার্সির মতো শহরে ঘর ভাড়া নিয়ে থাকতে আরও বেশি অর্থ ব্যয় হবে তার। বিমান ভাড়া ও ঘর ভাড়ার তুল্যমূল্য হিসেব করে তিনি জানান, পারসিপানিতে গ্রীষ্মকালে ঘর ভাড়া প্রায় দেড় লাখ টাকা। আবার নিউ ইয়র্কে ঘরভাড়া প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা। এরপর খাওয়া-দাওয়া, পেট্রল ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় আরও অনেক। সেখানে বিমান ভাড়া তুলনামূলক কম।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে তিনি বলেন, ‘আমি একটা ভিডিও শেয়ার করে আপনাদের জানিয়েছিলাম যে সাউথ ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত কীভাবে আমি আকাশপথে কাজে যায়। সেখানেই হিসেব করে দেখিয়েছি একমাসের ঘর ভাড়ার থেকে বিমানে রাউন্ড ট্রিপ বুক করলে এক সপ্তাহে খরচ অনেকটা কম হয়। তাছাড়া আলাদা করে অন্য জায়গায় থাকার প্রয়োজনও পড়ে না।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর