ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জীবন বিমায় ভর করে চলছে দেশের শেয়ারবাজার

২০২৩ জুন ২১ ১৬:৫৪:৪৮
জীবন বিমায় ভর করে চলছে দেশের শেয়ারবাজার

যেদিন জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ে, সেদিন শেয়ারবাজারে সূচক ও লেনদেনও বৃদ্ধি পায়। আবার যেদিন জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারদর কমে, সেদিন সূচক ও লেনদেনে পতন দেখা যায়। তার মানে শেয়ারবাজার এখন জীবন বিমায় ভর করে চলছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বর্তমানে ফ্লোর প্রাইসের কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোরে অবস্থান করছে। যার কারণে এই কোম্পানিগুলোর শেয়ার বেচা কেনা করা যাচ্ছে না। যার ফলে ফ্লোরের বাইরে থাকা কোম্পানিগুলোর শেয়ারে এখন বিনিয়োগকারীরা ঝুঁকছেন। কারণ বেচা কেনা করা গেলে লাভ না করতে পারলেও অন্তত একটি শেয়ার থেকে আরেকটিতে মুভ করা যায়।

যার ফলে এখন বিমা কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক বেশি। তাই এখাতের কোম্পানিগুলোর শেয়ারের উপর ভর করে বাজার ভালো বা খারাপ হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি অবদান রয়েছে জীবন বিমা কোম্পানিগুলোর।

আজ শেয়ারবাজারের উত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল জীবন বিমা কোম্পানিগুলোর। আজ শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১২টি বা ৮০ শতাংশের। আর শেয়ারদর কমেছে ২টি বা ১৩ শতাংশের এবং একটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এছাড়াও আজ লেনদেনেও বরাবরের মতো নেতৃত্বে রয়েছে জীবন বিমা খাত। মাত্র ১৫ কোম্পানিই নেতৃত্ব দিয়ে চলেছে গোটা শেয়ারবাজারের। আজ এখাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ১৫.৩৫ শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩০ কোটি ১৭ লাখ টাকার।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর