ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জীবন বিমার দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

২০২৩ জুন ২১ ১৬:২০:৪৪
জীবন বিমার দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আজ শেয়ারবাজারের উত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল জীবন বিমা কোম্পানিগুলোর। আজ তালিকাভুক্ত ১৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১২টি বা ৮০ শতাংশের। আর শেয়ারদর কমেছে ২টি বা ১৩ শতাংশের এবং একটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এছাড়াও আজ লেনদেনেও বরাবরের মতো নেতৃত্বে জীবন বিমা খাত। আজ এখাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ১৫.৩৫ শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩০ কোটি ১৭ লাখ টাকার।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৬ পয়েন্টে।

আজ ডিএসইর লেনদেন হওয়া ৩৫২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, দর কমেছে ৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮১টির। ডিএসইতে ৬৩০ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ১৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৮ পয়েন্টে। সিএসইতে ১৯৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪ টির দর বেড়েছে, কমেছে ৩৮ টির এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর