ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অবশেষে দর বৃদ্ধির তথ্য নেই বলে জানালো বঙ্গজ

২০২৩ জুন ২০ ২০:২৫:২২
অবশেষে দর বৃদ্ধির তথ্য নেই বলে জানালো বঙ্গজ

সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ডিএসই কোম্পানিটির কাছে কারণ জানতে নোটিস পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।

ডিএসইতে গত ২৯ মে বঙ্গজের শেয়ারদর ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। ১৩ জুন কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১৬৭ টাকা ২০ পয়সা। এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪২ টাকা ৪০ পয়সা বা ৩৪ শতাংশ। কোনো কারণ ছাড়া এভাবে শেয়ারদর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এর আগে ১৪ জুন শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে বঙ্গজকে একটি চিঠি দিয়েছিল ডিএসই কর্তৃপক্ষ। সেই চিঠির কোনো সাড়া দেয়টি কোম্পানিটি, সোমবার ডিএসই এ তথ্যও জানায়। তবে পরের চিঠির জবাব দিয়েছে বঙ্গজ কর্তৃপক্ষ। জবাবে কোম্পানিটি ডিএসইকে জানায়, বঙ্গজের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

অবশ্য বঙ্গজের দর বৃদ্ধির কারণ জানতে চাওয়ার দিন (১৪ জুন) থেকে শেয়ারটির দর কারণ ছাড়াই কমছে। ১৩ জুন কোম্পানিটির শেয়ারদর ১৬৭ টাকা ২০ পয়সা হলেও ১৮ জুন শেয়ারটির দর দাঁড়ায় ১৪৭ টাকায়।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর