ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে তার‌ল্য বৃদ্ধির লক্ষ্যে ডিএসইর জরুরী বৈঠক

২০২৩ জুন ১৯ ১৬:০৬:২৫
শেয়ারবাজারে তার‌ল্য বৃদ্ধির লক্ষ্যে ডিএসইর জরুরী বৈঠক

রোববার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষস্থানীয় ব্রোকাররেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএ’র প্রতিনিধিদের সাথে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকের সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার। সভায় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরী কর্মকর্তা খায়রুল বাসার, সিনিয়র জেনারেল ম্যানেজার ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের৷

প্রতিনিধিদের স্বাগত জানিয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন ধরে বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ এ অবস্থা থেকে উওোরনের জন্য কি ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনার জন্যই আজকের এ বৈঠকের আয়োজন।

তিনি উপস্থিত প্রতিনিধিদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে উপযুক্ত পরামর্শ ও মতামত দেয়ার অনুরোধ জানান৷ পরে প্রতিনিধিবৃন্দ ফ্লোর প্রাইসে লেনদেনের সীমাবদ্ধতা, ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে নতুন বিনিয়োগকারী সৃষ্টি করা, গণমাধ্যমে তথ্য নির্ভর সংবাদ প্রচার করাকে গুরুত্ব দিয়েছেন।

এছাড়াও বাজারকে লিকুইডেট করার জন্য টি+১ ট্রেডিং নিষ্পত্তি, সদস্য মার্জিন ইস্যু, ব্লক ট্রেড বিদ্যমান ৫ লাখ টাকা থেকে ১ লাখ টাকায় কমিয়ে আনা, অফলাইন মার্কেট/ট্রেডিং এর ব্যবস্থা, স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন এবং ফি সহজিকরন, সহজ ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সিসিএ একাউন্টের সুদ আয়, শেয়ারবাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস ইত্যাদি বিষয়ে শেয়ারবাজারের গুণগত সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করা হয়৷

প্রতিনিধিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ব্যাংক মনিটরিং পলিসির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শেয়ারবাজারের উন্নয়নের বিষয়ে আরও গুরুত্ব আরোপ করবেন৷

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর