ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

 বিনিয়োগকারীদের ধরাছোঁয়ার বাইরে যেসব শেয়ার

২০২৩ জুন ১৯ ১৬:০৪:৩৭
 বিনিয়োগকারীদের ধরাছোঁয়ার বাইরে যেসব শেয়ার

বিনিয়োগকারীরা আজ এখাতের কয়েকটি কোম্পানির শেয়ার অনেক চেষ্টা করেও কিনতে পারেনি। কারণ কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে উঠে হল্টেড হয়ে যায়। যে কারণে দিনভর হাজার হাজার বিনিয়োগকারী সর্বোচ্চ দরে কোম্পানিগুলোর শেয়ার কেনার চেষ্টা করেও কিনতে পারেনি।

সর্বোচ্চ দামে হল্টেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল-মেঘনা ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স।

এছাড়া, সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামেরকিনারায় লেনদেন হয়েছে সোনালী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স সহ আরও কয়েকটি ইন্সুৃেরেন্সের শেয়ার। এসবশেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় শেয়ারগুলোর লেনদেনওবেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইন্সুরেন্স খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় আজ ইন্সুরেন্স খাতের শেয়াররদর ও লেনদেন ছিল নজরকাড়া দৃশ্য। বিশেষ করে লাইফ ইন্সুরেন্সের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহদেখা গেছে অতি মাত্রায়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর