ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইন্সুরেন্স খাতে বিরল দৃষ্টান্ত

২০২৩ জুন ১৯ ১৬:০২:৩৬
ইন্সুরেন্স খাতে বিরল দৃষ্টান্ত

আজ শেয়ারবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইন্সুরেন্স খাত। এদিন ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানিরমধ্যেসবগুলোই ছিল ইন্সুরেন্স খাতের। এরমধ্যে ৬টি ছিল সাধারণ ইন্সুরেন্স ও ৪টি ছিল লাইফ ইন্সুরেন্স। দাম বৃদ্ধির শীর্ষ ২০টি কোম্পানির মধ্যে মাত্র ১টি ছিল অন্য খাতের। দাম বৃদ্ধির শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে ৩টি অন্য খাতের। আর দাম বৃদ্ধির শীর্ষ ৪০টি কোম্পানির মধ্যে মাত্র ৩টি অন্য খাতের কোম্পানি। যা শেয়ারবাজারে দীর্ঘদিন পর এমন দৃশ্যের অবতারণা হল।

এদিকে, আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ইন্সুরেন্স খাতের। কোম্পানিগুলো হলো-মেঘনা লাইফ, রূপালী লাইফ, সোনালী লাইফ, সিটি ইন্সুরেন্স ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স। অর্থাৎ কোম্পানিগুলো মধ্যে ৪টি লাইফ ইন্সুরেন্স ও ১টি জেনারেল ইন্সুরেন্স।

আজ ডিএসইর ইনডেক্স তোলার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ইন্সুরেন্স খাতেরই ছিল ৪টি। কোম্পানিগুলো হলো-ডেল্টা লাইফ, রূপালী লাইফ, সোনালী লাইফ ও প্রগতি লাইফ ইন্সরেন্স।

আজ ডিএসইতে খাতভিত্তির দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করছে ইন্সুরেন্স খাত। ইন্সুরেন্স খাতের মধ্যে আজ সাধারণ ইন্সুরেন্স খাতে শেয়ারদর বেড়েছে ৮৮ শতাংশের বেশি এবং লাইফ ইন্সুরেন্স খাতে ৯৩ শতাংশের বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০ সালের পর আজ ইন্সুরেন্স খাতের শেয়ারে আজ এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। যদিওকিছুদিন যাবতলাইফ ইন্সরেন্সের শেয়ারে তেজিভাব বিরাজ করছে। যার মাধ্যমে পতনের শেয়ারবাজারে কিছুটা গতি ফিরে এসেছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর