ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইতিবাচক প্রবণতায় লাইফ ইন্সুরেন্স

২০২৩ জুন ১৮ ১৮:৪৭:৩৯
ইতিবাচক প্রবণতায় লাইফ ইন্সুরেন্স

এতে দেখা যায়, ডিএসইর তালিকাভুক্ত সব খাতের শেয়ারে আজ নেতিবাচক প্রবণতায় ছোঁয়া ছিল বেশি। তবে লাইফ ইন্সুরেন্স সেক্টরে শুরু থেকেই ইতিবাচক প্রবণতায় লেনদেন হতে দেখা যায়। আজ খাতভিত্তিক লেনদেনে যেমন লাইফ ইন্সুরেন্স শীর্ষ নেতৃত্বে রয়েছে; শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রেও লাইফ ইন্সরেন্স শীর্ষ নেতৃত্বে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮০টি কোম্পানির লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে লাইফ ইন্সুরেন্সের ১৫ কোম্পানির লেনদেন হয়েছে ৬৭ কোটি টাকার বেশি। যা ডিএসইর মোট লেনদেনের ১৮.৬২ ভাগ।

এদিকে, লাইফ ইন্সুরেন্সের ১৫টি কোম্পানির মধ্যে আজ ১০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে দেখা যায়, লাইফ ইন্সুরেন্সে আজ দর বৃদ্ধির হার ছিল ৭১.৪১ শতাংশ। খাতভিত্তিক দর বদ্ধির পরের অবস্থানে ছিল বিবিধ খাত। বিবিধ খাতে দর বৃদ্ধির হার ছিল ৬১.৫৪ শতাংশ।

ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল লাইফ ইন্সুরেন্সের মেঘনা লাইফ ও রূপালী লাইফ। কোম্পানি দুটির শেয়ার গেল সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল। গত সপ্তাহে কোম্পানি দুটির শেয়ার দরে পতন হয়েছে ৪০ শতাংশের মতো।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে লাইফ ইন্সুরেন্সের ছিল ৩টি কোম্পানি। যেগুলো হলো-মেঘনা লাইফ, রূপালী লাইফ ও সোনালী লাইফ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর